বৈশ্বিক উষ্ণতায় বাসযোগ্যতা হারাবে পৃথিবী: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:১৭ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার

ফাইল ছবি
২০৩০ সালের মধ্যেই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাবে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাই এখনই পদক্ষেপ না নিলে, অচিরেই বাসযোগ্যতা হারাবে পৃথিবী। জাতিসংঘের পরিবেশ বিষয়ক এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, চলতি শতকে তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে রাখার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো, তা অচিরেই শেষ হয়ে যাবে। কেননা পরিবেশ রক্ষায় বৈশ্বিক পদক্ষেপ সম্পূর্ণ বিপথে চলছে। এই ধারা অব্যাহত থাকলে চলতি শতক শেষে তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ৩ ডিগ্রি ছাড়িয়ে যাবে।
বিশ্বের মোট জিডিপির আড়াই শতাংশ দুই দশক ধরে পরিবেশ রক্ষায় ব্যবহার করতে হবে। প্রতিবেদনে কয়লার ব্যবহার শূন্যে নামিয়ে আনা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৪৫ ভাগ কমানোর সুপারিশ করা হয়।
নিউজওয়ান২৪/এমএস