যে আমলে জ্ঞান বাড়বে...
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:০১ এএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার

ফাইল ছবি
হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ তায়ালার গুণবাচক নামের ফজিলত বর্ণনায় বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির (আমল) করবে; সে জান্নাতে যাবে।’
মহান রাব্বুল আলামীন আল্লাহ তায়ালার গুণবাচক নামসমূহের একটি ‘আল-হাদি (اَلْهَادِىْ)।
এ নামের তাসবিহ পাঠ-এর বরকতে মহান আল্লাহ তায়ালা মানুষকে আধ্যাত্মিক জ্ঞান দান করবেন।
মহান আল্লাহর গুণবাচক নাম (اَلْهَادِىْ) ‘আল-হাদি’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-
উচ্চারণ : ‘আল-হাদি’
অর্থ : ‘পথ প্রদর্শনকারী’
ফজিলত ও আমল:
> যে ব্যক্তি দুই হাত উঠিয়ে আসমানের দিকে তাকিয়ে (দেখে) মহান আল্লাহ তায়ালার গুণবাচক নাম (اَلْهَادِىْ) ‘আল-হাদি’ অসংখ্যবার পাঠ করবে এবং অবশেষে হাত দ্বারা চোখ ও মুখমণ্ডল মাসেহ করবে মহান আল্লাহ তায়ারা ওই ব্যক্তিকে সঠিক জ্ঞানের অধিকারী হওয়ার তাওফিক দান করবেন। যে জ্ঞান মানুষকে সঠিক পথের সন্ধান দেবে।
সুতরাং মহান আল্লাহ তায়ালার হেদায়েত ও সঠিক জ্ঞান লাভে তাঁর গুণবাচক নাম (اَلْهَادِىْ) আল-হাদি’-এর তাসবিহ’র বিকল্প নেই। আল্লাহুম্মা আমিন।
নিউজওয়ান২৪/আরএডব্লিউ