NewsOne24

বিয়ের যাত্রাপথে দুটি গাড়ির সংঘর্ষে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১১:৪৯ পিএম, ৭ অক্টোবর ২০১৮ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দু’টি গাড়ির সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।

নিউইয়র্ক টাইমস জানায়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় লিমোজিনটি বিয়ের অনুষ্ঠানের যাত্রী বহন করছিল। পথে স্কোহারিয়ে এলাকায় অ্যাপল ব্যারেল স্টোরের কাছে গিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ২০ জন নিহত হয়।

স্টোরের ম্যানেজার জানান, লিমোজিনের ধাক্কায় পার্কিং লটে থাকা বহু কাস্টমার নিহত হয়েছে। দুই রাস্তার মোড়ে একটি চড়াই পেরিয়ে লিমোজিনটি সজোরে গিয়ে ধাক্কা খায় কাছের ওই স্টোরে দাঁড়িয়ে থাকা মানুষের ভীড়ে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, খুবই মারাত্মক ঘটনা। একটি লিমো ৬০ মাইলেরও বেশি বেগে চড়াই পেরিয়ে নেমে আসছিল। আমি সে পরিস্থিতির কথা আর বলতে চাই না। চিন্তাও করতে চাই না।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্ঘটনার শিকার যারা হয়েছে তাদের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হচ্ছে না বলে এক বিবৃতিতে জানিয়েছে রাজ্য পুলিশ।

নিউজওয়ান২৪/এমএম