জাপানি শাস্তি!
শিশুকে একা পাহাড়ে ফেলে আসলেন বাবা-মা!
ইত্যাদি ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১১:২২ পিএম, ৩০ মে ২০১৬ সোমবার | আপডেট: ১০:৪১ পিএম, ২ জুন ২০১৬ বৃহস্পতিবার

তানুকাকে খুঁজছে পুলিশ ফাইল ফটে
দেড়শর বেশি উদ্ধারকর্মী ও পুলিশ দ্বিতীয়বারের মতো খুঁজেও পাচ্ছে না সাত বছর বয়সী ইয়ামাতো তানুকাকে। জাপানের উত্তরাঞ্চলের প্রধান দ্বীপ হোক্কাইডোতে ঘটেছে এ ঘটনা। ছেলেটির বাবা-মা জানিয়েছে যে শাস্তিস্বরূপ তাকে নিঃসঙ্গ অবস্থায় ওই পাহাড়ে ফেলে এসেছেন তারা।
গত শনিবার এ ঘটনা ঘটে।
আশ্চর্যের ব্যাপার হলো, ছেলেটির বাবা-মা প্রথমে পুলিশকে জানায়নি যে, তারা তাকে শাস্তি দিতেই ফেলে এসেছেন বন্য ভালুকের বিচরণ ক্ষেত্র ওই পাহাড়ে।
ছেলেটির বাবা জানান, উদ্ধার অভিযান শুরু করতে পুলিশকে অনুরোধ করতে গিয়ে তিনি ওই সত্যটি প্রকাশের সাহস করে উঠতে পারেননি। প্রথম বার তারা পুলশকে মিথ্যা বলেছিলেন। পরে পুলিশকে জানান, তারা বেড়ানোর একপর্যায়ে দেখেন ছেলে হারিয়ে গেছে।
পরে ছেলেকে ফেলে আসার স্থানে কিছুক্ষণের মধ্যে তারা ছুটে গিয়েছিলেন জানিয়ে উল্লেখ করেন- কিন্তু পাওয়া যায়নি তানুকাকে। তবে কোন অপরাধের শাস্তি হিসেবে প্রাণাধিক পুত্রকে এভাবে পাহাড়ে নিয়ে ফেলে আসেন তারা তা জানা যায়নি। এমিরেটস২৪৭
নিউজওয়ান২৪.কম/একে