চীনে এ বছর তীব্র শীতের আশঙ্কা
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৫:২৮ পিএম, ৭ অক্টোবর ২০১৮ রোববার

ফাইল ছবি
চীনের উত্তরাঞ্চলীয় অধিকাংশ এলাকায় এ বছর প্রচণ্ড ঠান্ডা পড়বে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা। শনিবার সংস্থাটি এ পূর্বাভাষ দেয়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, ইনার মঙ্গোলিয়া ও চীনের উত্তর-পূর্ব ও উত্তর পশ্চিমাঞ্চলে তীব্র ঠান্ডা ও শক্তিশালী বাতাস বয়ে যাবে এবং শুক্রবারের চেয়ে তাপমাত্রা চার থেকে আট ডিগ্রি সেলসিয়াস কমে যাবে।
সংস্থাটি আরো জানায়, ইনার মঙ্গোলিয়ার উত্তর-পূর্বাঞ্চল এবং হিইলংজিয়াংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলে হালকা থেকে মাঝারি মাত্রার তুষারপাত হতে পারে।
এমন খবরে উদ্বেগ বাড়ছে চীনের উত্তরাঞ্চলীয় কর্তৃপক্ষের মাঝে। তীব্র শীত পড়লে কিভাবে তা মোকাবেলা করা হবে সে বিষয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণের কথা ভাবছেন তারা।
নিউজওয়ান২৪/এএস