NewsOne24

পরীক্ষা-নিরীক্ষার পর খালেদার চিকিৎসা শুরু দুপুরে

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১১:৩৪ এএম, ৭ অক্টোবর ২০১৮ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা আজ রোববার দুপুরে শুরু হবে। এর আগে গতকাল শনিবার বিকেলে পুরান ঢাকার পুরানো কেন্দ্রীয় কারাগার থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এ ব্যাপারে বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন গণমাধ্যমকে জানান, আজ রবিবার দুপুর ১টার পর খালেদা জিয়ার চিকিৎসা শুরু হবে।

তিনি আরো জানান, উচ্চ আদালতের আদেশ অনুসারে খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই মেডিকেল বোর্ড পরীক্ষা-নিরীক্ষা করবে তার। এরপর আজ রোববার দুপুর ১টায় মেডিকেল বোর্ড সভায় বসবে। সভার সিদ্ধান্ত অনুসারে খালেদা জিয়ার চিকিৎসা শুরু হবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার পুরানো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। এর পর থেকে বিএনপি বারবার খালেদা জিয়া অসুস্থ বলে দাবি করে আসছিল। একইসঙ্গে তার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করানোর দাবি করছিল দলটি।

নিউজওয়ান২৪/এমএস