মেলানিয়া ট্রাম্পের ওপর হাতির আক্রমণ
আন্তর্জাতিক ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার

ছবি সংগৃহীত
আফ্রিকার সফররত মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পে দিকে তেড়ে আসল বাচ্চা হাতি।
শুক্রবার কেনিয়ার রাজধানী নাইরোবির ডেভিড শেল্ড্রড্রিং ওয়াইল্ড লাইফ ট্রাস্ট পার্কে এ ঘটনা ঘটে।
কেনিয়ার ওই পার্কে গিয়ে বাচ্চা হাতিদের ফিডারে করে দুধ খাওয়াচ্ছিলেন মেলানিয়া। এ সময় একটি বাচ্চা হাতি হঠাৎ করে তার দিকে তেড়ে আসতে শুরু করে। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান সাবেক এই মডেল। পরে কোন মতে এক পাশে সরে পড়েন। পরে নাইরোবির ন্যাশনাল পার্কে গিয়ে হাতির খেলা দেখেন মেলানিয়া।
মেলানিয়া ট্রাম্প বর্তমানে আফ্রিকার তিনটি দেশ সফর করছেন। তার এ সফরকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউজওয়ান২৪/এমএম