NewsOne24

৫ ভারতীয়কে জীবন্ত কবর: ৩ সৌদির মৃত্যুদণ্ড

বিশ্ব সংবাদ ডেস্ক

নিউজওয়ান24.কম

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ২৫ মে ২০১৬ বুধবার | আপডেট: ১০:৪৪ পিএম, ২ জুন ২০১৬ বৃহস্পতিবার

নিহতদের হাড়গোড় সগ্রহ করছেন ফরেনসিক এক্সপার্টরা         -ফাইল ফটো

নিহতদের হাড়গোড় সগ্রহ করছেন ফরেনসিক এক্সপার্টরা -ফাইল ফটো

পাঁচজন ভারতীয় শ্রমিককে জীবন্ত কবর দেওয়ার দায়ে সৌদি আরবের এক আদালত তিনজন স্থানীয়কে মৃত্যুদণ্ড দিয়েছে।

দণ্ডিতদের একজন আদালতকে জানায়, ওই খামার শ্রমিকদের একজন তার নিয়োগকর্তার শিশুকন্যাকে যৌননির্যাতন করেছিল। এ সূত্রে চার বছর আগেই তাদের হত্যার সিদ্ধান্ত নেয় তারা।

এ ঘটনা মধ্যাঞ্চলীয় কাতিফ প্রদেশের।

সম্প্রতি আল রিয়াদ পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়, নির্মম ওই হত্যাকাণ্ডের আগে খুনীরা মদ ও অন্যান্য নেশাদ্রব্য গ্রহণ করে।

দণ্ডিত ব্যক্তি জানায়, সে ও তার বন্ধুরা ওই পাঁচজনকে লাঠি দিয়ে পেটাতে থাকে। পিটুনির একপর্যায়ে তারা অজ্ঞান হয়ে পড়ে। এরপর অচেতন দেহগুলো টেনে নিয়ে বাড়ির পেছনের খামারের একটি গর্তে মাটিচাপা দিয়ে দেয় তারা।

নির্মম এ ঘটনা ধামাচাপাই পড়ে গিয়েছিল প্রায়। তবে শেষপর্যন্ত তা থাকেনি। পত্রিকা আরও জানায়, ওই খামারের কাজকর্ম চলাকালে এক দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনার সূত্রেই মাটিচাপা কঙ্কালগুলোর খোঁজ পাওয়া যায়। এমিরেটস২৪৭

নিউজওয়ান২৪.কম/এসএল