মার্কিন হুমকি অগ্রাহ্য করে ভারত-রাশিয়ার চুক্তি সই
আন্তর্জাতিক ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:৫২ এএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার

ছবি: সংগৃহীত
শেষমেশ মার্কিন হুমকি অগ্রাহ্য করে ভারত ও রাশিয়ার মধ্যে বহুল আলোচিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সংক্রান্ত চুক্তি সই হয়েছে।
শুক্রবার নয়াদিল্লিতে প্রেসিডেন্ট পুতিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ওই চুক্তি সই হয়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৯তম বাণিজ্য সম্মেলনে যোগ দিতে ভারত সফর করছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দিনের সফরে নয়াদিল্লিতে পৌঁছান তিনি।
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি সংক্রান্ত চুক্তি ছাড়াও পুতিন দু’দেশের মধ্যে প্রাকৃতিক সম্পদ, সৌরশক্তি, প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে মোট ৮টি চুক্তি সই হয়েছে।
বেশ ঝুঁকি নিয়েই রাশিয়ার সঙ্গে চুক্তি করছে ভারত। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আইন করেছে যেসব দেশ রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনবে তাদের ওপরে নিষেধাজ্ঞা জারি করবে তারা।
ভারত ও রাশিয়ার মধ্যে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা চুক্তি সই হওয়ায় মার্কিন প্রতিক্রিয়া কী হয় সেটিই এখন লক্ষণীয়।
সম্প্রতি চীন রাশিয়ার কাছে থেকে সুখোই যুদ্ধবিমান কিনেছে। এর পরই চীনের ওপরে বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এস ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য মোট খরচ হবে ৩৬ হাজার ৬৬৭ কোটি রুপি। ২০০৭ সালে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সিস্টেম তৈরি করে রাশিয়া।
৪০০ কিলোমিটার দূরের কোনও লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে পারে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সিস্টেম। পাশাপাশি ৪৮টি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারে।
নিউজওয়ান২৪/এমএস