বাবার সম্মান বাঁচাতে গিয়ে পিটুনিতে নিহত বড় ভাই
জেলা সংবাদদাতা
নিউজওয়ান24.কম
প্রকাশিত : ০৮:৫১ পিএম, ২৩ মে ২০১৬ সোমবার | আপডেট: ০৮:৫৫ পিএম, ২৩ মে ২০১৬ সোমবার
সুনামগঞ্জ: জেলার ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মহব্বতপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই রাজন মিয়ার (৩৭) মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাজন। নিহত রাজন উপজেলার মহব্বতপুর গ্রামের জমির আলীর ছেলে।
পুলিশ জানায়, সকাল সাতটার দিকে রাজনের ছোট বোন রাশিয়া তার বাবা জমির আলীর কাছে এক শত টাকা চায়। এসময় রাজনের ছোট ভাই সাজু ও সুজন টাকা না দেওয়ার জন্য বাবাকে বাধা দেয়। এ নিয়ে বাবার সঙ্গে সাজু ও সুজনের কথা কাটাকাটি হয়। এসময় বড় ভাই রাজন এগিয়ে গিয়ে ছোট ভাইদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ করে।
এতে ক্ষিপ্ত হয়ে সাজু ও সুজন লাঠি দিয়ে বড় ভাই রাজনের মাথায় আঘাত করলে রাজন মাটিতে লুঠেয়ে পড়ে। পরে স্বজনরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজনের মৃত্যু হয়।
ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতের ময়না তদন্ত করা হচ্ছে।
নিউজওয়ান২৪.কম/আরবি/এসআর
