দলের নেতাকর্মীদের ক্রমবর্ধমান গ্রেপ্তারে উদ্বিগ্ন বিএনপি
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:১৪ পিএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি
বিএনপি নেতাকর্মীদের ‘গায়েবি’ মামলায় ক্রমবর্ধমান হারে গ্রেপ্তারের ঘটনায় শুক্রবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি। তাদের দাবি, গত এক মাসে চার হাজার ৬৫০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।
বিএনপির এ নেতা বলেন, ‘গায়েবি মামলায় গ্রেপ্তারের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ছে। গত ১ সেপ্টেম্বর থেকে এমন মামলায় আমাদের চার হাজার ৬৫০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৪৭ জনকে রিমান্ডে নেয়া হয়েছে।’
এছাড়া, গত এক মাসে দায়ের করা চার হাজার ১৩৫টি মামলায় তাদের দলের তিন লাখ ৬০ হাজার লোককে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
রিজভী বলেন, ভোলা, চট্টগ্রাম, সুনামগঞ্জ, নোয়াখালী, ঠাকুরগাঁও, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা ও নংসিংদীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার তাদের দলের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, গায়েবি মামলা দায়ের এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে পুলিশি অভিযানের কারণে দেশব্যাপী অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে।
আগামী ১০ অক্টোবর গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা সম্পর্কে বিএনপির এ নেতা বলেন, ‘বর্তমান শ্বাসরুদ্ধ পরিস্থিতির সুবিধা নিতে রাজনৈতিক উদ্দেশ্যে নির্বাচনের আগে মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে।’
মামলার রায়ের পর বিএনপি বিপদে পড়বে বলে কয়েকজন মন্ত্রীর করা মন্তব্য টেনে রিজভী বলেন, সরকারের নির্দেশে রায় লেখা হয়েছে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে।
নিউজওয়ান২৪/টিআর