NewsOne24

ট্রাম্পকে হটাতে চীনের তৎপরতা

আন্তর্জাতিক ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি


যুক্তরাষ্ট্রে আগামী নির্বাচনে হস্তক্ষেপ করে চীন দেশটির বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে পরিবর্তন করতে চায় বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে হাডসন ইন্সটিটিউটে দেয়া এক বক্তৃতায় তিনি আরো বলেন, চীন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নিয়েছেন তাতে বেইজিং অখুশি হয়েই এমন তৎপরতা শুরু করেছে বলে অভিযোগ করেন পেন্স।

যুক্তরাষ্ট্রে চীনের হস্তক্ষেপকে রাশিয়ার হস্তক্ষেপের সঙ্গে তুলনা করে বলেন, চীন সরকার সুনির্দিষ্ট অর্থনৈতিক কর্মপরিকল্পনা প্রণয়ন করে যুক্তরাষ্ট্রের ভোটার সমাজকে টার্গেট করেছে যাতে আগামী নির্বাচনে ট্রাম্প ও তার দলের ভরাডুবি হয়।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশের কাছে চীন সরকার যে ঋণ সুবিধা দেয় তার লক্ষ্য ওই সব দেশকে ঋণের দায়ে জর্জরিত করে রাখা।

নিউজওয়ান২৪/এমএম