কাভানা’র বিরুদ্ধে বিক্ষোভে তিন শতাধিক গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:০৪ পিএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার

ছবি: সংগৃহীত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত বিচারপতি ব্রেট কাভানাহ’র সুপ্রিম কোর্টে নিয়োগ বাতিল করার দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা। গ্রেপ্তার করা হয়েছে প্রায় তিন শতাধিক বিক্ষোভকারীকে।
বৃহস্পতিবার ওয়াশিংটনের রাস্তায় রাস্তায় বিক্ষোভ করেছে লাখো মানুষ। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
কাভানা’র বিরুদ্ধে এফবিআই-এর তদন্তে যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়নি বলে রিপাবলিকানরা দাবি করার পর ক্ষুব্ধ হয়ে ওঠে বিক্ষোভকারীরা। সুপ্রিম কোর্টে কাভানা’র নিয়োগ বাতিল করার দাবিতে বৃহস্পতিবার ওয়াশিংটনের রাস্তায় নেমে আসেন লাখো মানুষ। এদের মধ্যে বেশির ভাগই ছিলেন নারী বিক্ষোভকারী। ক্যাপিটল হিলের সামনে জড়ো হন তারা।
সুপ্রিম কোর্টের সামনেও একটি সমাবেশ করে বিক্ষোভকারীরা। স্লোগান দেয়া হয়, ‘কাভানাকে যেতে হবে!’ বিক্ষোভকারীরা সিনেটের একটি ভবনে অবস্থান নিলে পুলিশ তাদের ওপর চড়াও হয়। বিক্ষোভকারীদের দাবি, সর্বমোট ৩০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মার্কিন কমেডিয়ান অ্যামি শুমার ও মডেল রাটাজকৌস্কিও রয়েছেন।
শুরু থেকেই এফবিআইয়ের তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। পাঁচ দিনের মাথায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে এফবিআই। প্রতিবেদনটি জনসমক্ষে প্রকাশ করা না হলেও ট্রাম্প ও রিপাবলিকানরা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, ওই প্রতিবেদনে কাভানাকে অভিযোগ থেকে নিষ্কৃতি দেয়া হয়েছে। শুক্রবার কাভানাকে চূড়ান্ত নিয়োগ দেয়ার প্রশ্নে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার সিনেট জুডিশিয়ারি কমিটিতে এফবিআইয়ের তদন্তের প্রতিবেদন পাঠানো হয়। সিনেট কমিটিতে একটি সুরক্ষিত কক্ষে এ নিয়ে পর্যালোচনা হয়েছে। সিনেট জুডিশিয়ারি কমিটির প্রধান ও রিপাবলিকান সিনেটর চাক গ্রেসলি এক বিবৃতিতে বলেন,‘কাভানা’র বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।’
নিউজওয়ান২৪/এমএস