NewsOne24

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প পরিচালিত মার্কিন প্রশাসন তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন সামরিক বিশ্লেষকরা।

রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের নামে দেশটির ওপর আমেরিকার পক্ষ থেকে কোনো রকমের হামলা চালাতে গেলে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে। মার্কিন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জেমস পেত্রাস ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন। তিনি বলেন, রাশিয়ার ওপর হামলা করলে তা দু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এবং সেটা হবে একটা চরম পরিস্থিতি। সে হামলা তৃতীয় যুদ্ধের সূচনা করবে বলে আমার মনে হচ্ছে।

ন্যাটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেই বেইলি হাটচিসন গতকাল রাশিয়ার ওপর সামরিক হামলার হুমকি দেয়ার পর জেমস পেত্রাস বিষয়টি বিশ্লষণ করেছেন। কেই বেইলি বলেছেন, রাশিয়া চুক্তি লঙ্ঘন করে ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে। রাশিয়াকে এ কর্মসূচি বাতিল করতে হবে। তা না হলে রুশ ক্ষেপণাস্ত্র কার্যকর হওয়ার আগেই হামলা চালিয়ে; তা ধ্বংস করে দেয়া হবে।

এ প্রসঙ্গে জেমস পেত্রাস জানান, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলার সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে মার্কিন সমর্থন দিয়ে ইসরাইল এ হামলা চালাবে।

তবে যদি ইসরাইল রুশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলা চালায় তাহলে রাশিয়া খুব সাধারণ পর্যায়ে জবাব দিয়ে ইসরাইলি বিমান ভূপাতিত করবে। এ ঘটনায় ইসরাইল প্যাল্টা ব্যবস্থা নেবে তখন রাশিয়া ইসরাইলের লাঞ্চ প্যাডের ওপর হামলা চালাবে।

এতে আমেরিকা ইসরাইলের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়বে এবং এভাবে যুদ্ধটি পরমাণু যুদ্ধে রূপ নিতে পারে এবং তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে।

নিউজওয়ান২৪/এমএস