যুক্তরাষ্ট্রে সাত পুলিশ সদস্যকে গুলি, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১১:৩৯ এএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর বুধবার গুলি চালিয়েছে এক বন্দুকধারী। গুলিতে পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
বুধবার বিকাল ৪টার দিকে দক্ষিণ ক্যারোলিনার একটি বাড়িতে অবস্থান নিয়ে শিশুদের জিম্মি করে এ হামলা চালানো হয়।
সন্দেহভাজন হামলাকারীকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তবে কোনো শিশু হতাহত হয়নি।
ফ্লোরেন্স পুলিশ প্রধান এলেন হেইডলার জানান, বুলেট প্রুভ গাড়ি নিয়ে হতাহত পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়। প্রায় দুই ঘণ্টা শিশুদের ওই বাড়িতে জিম্মি করে রাখা হয়।
হতাহত পুলিশ সদস্যদের পরিচয় জানাননি।
নিউজওয়ান২৪/টিআর