NewsOne24

সাতটি ব্যাংককে সতর্ক নোটিস বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০১:০৭ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

আমদানির জন্য খোলা ঋণপত্র নিষ্পত্তি না করায় সাতটি ব্যাংককে সতর্ক নোটিস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেই সঙ্গে এলসিগুলো দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়েছে তাতে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত এসব ব্যাংকের এলসি রয়েছে ৩৯ বিলিয়ন মার্কিন ডলারের।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানা গেছে, এলসিগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য সাতটি ব্যাংককে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন দ্রুত এর সমাধান করা হচ্ছে না, তা জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, তিনটি বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক ও একটি বিদেশি খাতের ব্যাংক রয়েছে। 

এদিকে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অনিষ্পত্তি থাকা ঋণপত্রগুলো (এলসি) দ্রুত নিষ্পত্তি করতে ব্যাংকগুলোকে পরামর্শ দেয়া হয়েছে।

নিউজওয়ান২৪/জেডএস