NewsOne24

আফগানিস্তানে নির্বাচনী সমাবেশে হামলা, নিহত ১৩

বিশ্ব সংবাদ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:০৮ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে মঙ্গলবার এক নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। 

২০ অক্টোবর দেশটির বহুল প্রতীক্ষিত সংসদীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সমাবেশ হচ্ছিলো। সে সমাবেশে হামলাটি হয়।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। 

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খগয়ানি বলেন, আবদেল নাসির মোমান্দ নামে এক এমপি প্রার্থীর সমর্থকদের সমাবেশে এ আত্মঘাতী হামলা চালানো হয়েছে। তবে ওই প্রার্থী বেঁচে আছেন। ওই সমাবেশে প্রায় ২৫০ মানুষ উপস্থিত ছিলেন। 

সূত্র: বিবিসি বাংলা

নিউজওয়ান২৪/টিআর