NewsOne24

আর লজ্জায় ডুবাইয়ো না!

সাতরং ডেস্ক

নিউজওয়ান24.কম

প্রকাশিত : ০৯:৪১ পিএম, ১০ মে ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৯:৪৮ পিএম, ১০ মে ২০১৬ মঙ্গলবার

ধনকুবের আরব শেখের ছেলে জার্মানিতে পড়াশোনা করতে গেছে। সেখানকার জীবনাচার তার তরুণ মনে প্রভাব ফেলে। সেই অভিজ্ঞতার আলোকে বাবাকে চিঠি লিখেছে

বাবা

বার্লিন চমৎকার এক শহর। লোকজন চমৎকার, আমার আসলেও পছন্দ হয়েছে খুব। কিন্তু বাবা, আমি এখানে হররোজ কিছুটা বিব্রত অবস্থার মুখে পড়ি। এই সময়টা হলো যখন আমি আমার লেটেস্ট মডেলের মহামূল্য পিউর গোল্ড ফেরারি গাড়িতে চড়ে বাসা থেকে কলেজে আসি তখন দেখি আমার অনেক শিক্ষক আর ক্লাসমেট ট্রেনে চড়ে কলেজে আসে। কী যে করি বাবা!

ইতি

 

তোমার পুত্র

 

জবাবে আরব শেখ লিখেছেন

 

আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা পুত্র

দয়া করে আমাদেরকে আর লজ্জায় ডুবাইয়ো না। এইমাত্র তোমার অ্যাকাউন্টে ২০ মিলিয়ন ডলার ট্রান্সফার করা হইলো। এক্ষণি গিয়া তুমি নিজের জন্য একখান ট্রেন কিন্না লও।

ইতি

তোমার মোহাব্বতের আব্বাজান ড্যাডি

(ইন্টারনেট থেকে সংগৃহীত)

নিউজওয়ান২৪.কম/একে