NewsOne24

আপনের কুন বাপকে ডাকুম স্যার!

সাতরং ডেস্ক

নিউজওয়ান24.কম

প্রকাশিত : ১০:৪৪ পিএম, ৯ মে ২০১৬ সোমবার

খুব ছোট থেকে বড় হয়েছেন মতলব মিয়া। তিনি চান তার বিত্ত-বৈভব সবাইকে দেখাতে।

তো এই লক্ষ্যে একদিন চাকরকে ডেকে বললেন, কোনো মেহমান এলে তার সামনে আমি তোকে বলবো ‘আমার ব্লেজারটা নিয়ে আয়।’ তখন তুই বলবি, ‘স্যার কোনটা আনবো? জার্মানিরটা, ফ্রান্সেরটা না ইংল্যান্ডেরটা?’

চাকর সব বুঝে মাথা নেড়ে আচ্ছা বলে চলে গেল। কিছুক্ষণ পরই এক ভদ্রলোক এলেন। দরজা খুলতেই তিনি মতলুব মিয়ার বাবাকে চাইলেন। মতুলুব জোর গলায় চাকরকে ডেকে বললেন, ‘মন্টু... বাবাকে ডেকে নিয়ে আয়।’

চাকর: স্যার আপনার কুন বাবারে ডাকুম! জার্মানির বাবাকে, ফ্রান্সের বাবাকে নাকি ইংল্যান্ডের বাবাকে নাকি ওই যে সেদিন আসলেন যে সেই আমেরিকান বাবাকে?

মেহমানের চোখ কপালে উঠে গেল। মতলবেরও। কারণ, চাকর তো আমেরিকান বাবারও আমদানি করেছে দেখা যাচ্ছে! একেই বলে- বাঁশের চেয়ে কঞ্চি বড়।

(সংগৃহীত)