NewsOne24

ইরানে ভেজাল মদ খেয়ে ৪২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৩:২০ পিএম, ২ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত


ইরানে ভেজাল মদ পান করে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত ইরাজ হারিরচি বলেন, স্থানীয়ভাবে তৈরি এই ভেজাল মদ খেয়ে আরও ১৬ জন অন্ধ হয়ে গেছেন এবং ১৭০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত তিন সপ্তাহে দেশটির ৫টি প্রদেশে ভেজাল মদ পান করে কমপক্ষে ৪৬০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যার মধ্যে একজন ১৯ বছরের নারী বলেও জানান তিনি।

ইরানে অ্যালকোহল নিষিদ্ধ হলেও স্থানীয়ভাবে তৈরি করা মদের ব্যাপক বাজার রয়েছে। এসব মদে অনেক সময় ইথানলের বদলে বিষাক্ত রাসায়নিক মিথানল ব্যবহার করা হয়। গত সপ্তাহে বন্দর আব্বাস শহরের একটি বাড়ি থেকে এই মদ তৈরির অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর দেশটিতে মদপানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দেশটির সংবিধানের ২৬৫ নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী কোনো মুসলিম যদি মদপান করে তাকে শাস্তি স্বরুপ ৮০ বার বেত্রাঘাত করার বিধান রয়েছে।

নিউজওয়ান২৪/এমএম