মহৌষধ যখন মায়ের বুকের দুধ
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৭:৩১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রোববার

ফাইল ছবি
কৌটাজাত বা গরুর দুধ কখনোই মায়ের দুধের বিকল্প হতে পারে না। নবজাতকের জন্য মায়ের দুধই আদর্শ। অথচ সৌন্দর্যহানি কিংবা কেবল বুকের দুধের ওপর নির্ভর করতে না পেরে অনেক মা স্তন্যপান থেকে সন্তানকে দূরে রাখছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সৌন্দর্যহানি তো ঘটেই না। জন্মদানের এক ঘণ্টার মধ্যে বুকের দুধ পান করালে ৩১ শতাংশ নবজাতকের মৃত্যু রোধ করা সম্ভব। আসুন জেনে নিই মায়ের দুধের গুরুত্ব কেমন।
১. শিশুকে স্তন পান করানো প্রসব পরবর্তী জটিলতা থেকে মায়ের শারীরকে পুনরুদ্ধার করতে সাহায্য করে।
২. বুকের দুধ খাওয়ানো গর্ভকালীন ধকল থেকে মায়ের জরায়ুকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে।
৩. বুকের দুধ খাওয়ানো প্রসব পরবর্তী রক্তপাতকে অনেকটাই নিয়ন্ত্রণ করে।
৪. ঋতুস্রাবের চক্রকে ঠিক রাখতে সাহায্য করে।
৫. বুকের দুধ খাওয়ানো খুব আবেগীয় একটি বিষয়। এটি মায়ের সঙ্গে শিশুর মানসিক সংযুক্তি বাড়ায়। পাশাপাশি শিশুটির সঙ্গে বন্ধন দৃঢ় করতে একটি সুন্দর পথ তৈরি করে।
৬. মায়ের মধ্যে ইতিবাচক বোধ তৈরি করে।
৭. বোতলে দুধ খাওয়ানোর প্রস্তুতির ঝামেলা থেকে মুক্ত থাকা যায়। যেমন : বোতল ধোয়া, দুধ ঠিক মতো বানানো ইত্যাদি।
৮. বাইরের দুধ বা টিনজাত দুধ খাওয়ানো ব্যয় বাড়িয়ে দেয়।
৯. বুকের দুধ খাওয়ানো স্তন এবং জরায়ুর ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।
১০. বুকের দুধ খাওয়ানো প্রসব পরবর্তী সময়ে মায়ের ওজন কমাতে সাহায্য করে।
ছবি ও তথ্য – ইন্টারনেট
নিউজওয়ান২৪/টিআর