বিএনপির জনসভায় খালেদা জিয়া!
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৫:৫১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রোববার | আপডেট: ০৫:৫২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রোববার
ছবি: নিউজওয়ান২৪
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভায় প্রতীকী প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়া। তার জন্য মঞ্চে একটি চেয়ারও খালি রাখা হয়েছিলো।

বিএনপির জনসভার ব্যানারে প্রধান অতিথি হিসেবে খালেদা জিয়ার নাম
এর আগে আজ রোববার দুপুর ১২টার পর দলটির সাংস্কৃতিক সংগঠন জাসাস কর্মীদের সম্মিলিত গণসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জনসভার কার্যক্রম শুরু হয়।
দুপুর ১২টায় জনসভা শুরু হলেও সকাল ১০টা থেকেই জনসভাস্থলে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। ব্যানার, ফেস্টুন, হেডার, দলীয় প্রতীক ধানের শীষের রেপ্লিকা, নামাঙ্কিত টি-শার্ট পরে দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হন তারা।
এ সময় সোহরাওয়ার্দী উদ্যান পূর্ণ হওয়ার পরে নেতাকর্মীদের উদ্যানের বাইরে অবস্থান নিতে দেখা গেছে। অপরদিকে শাহবাগ হয়ে উদ্যানমুখী সড়কেও নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। এছাড়া রমনা পার্কেও হাজারও নেতাকর্মীরা অবস্থান করতে দেখো গেছে।
বিএনপির আজকের জনসভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ দলের সিনিয়র নেতারা।
নিউজওয়ান২৪
