চীন আমাদের বলাৎকার করছে, অনেক সয়েছি- আর না: ট্রাম্প
বিশ্ব সংবাদ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:৫২ এএম, ২ মে ২০১৬ সোমবার | আপডেট: ০৩:৫৯ এএম, ৭ জুন ২০১৬ মঙ্গলবার

বক্তৃতায় ‘ধর্ষিত দেশের’ ভবিষ্যত প্রেসিডেন্টের আঁকুতি ফুটিয়ে তুলেন সুবক্তা ট্রাম্প -ফাইল ফটো
মার্কিন ভোটারদের কাছে এবার ‘ধর্ষিত দেশের’ ভবিষ্যত প্রেসিডেন্টের আঁকুতি ফুটিয়ে তুললেন ট্রাম্প! এজন্য দায়ী করেন তিনি চীনকে।
দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্কের বিবেচনায় তিনি এই অভিযোগ আনেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়নে শীর্ষে থাকা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, চীন আমাদের বলাৎকার করছে, অনেক সয়েছি- আর না। ।
বিশ্লেষকদের মতে, বিশ্ব অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তিতে শনৈ শনৈ যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়া চীনের বিরুদ্ধে এহেন ‘দেশ দরদী’ বক্তব্য দিয়ে ডোনাল্ড তার ভোটের বাক্সকে সমৃদ্ধ করতে চাইছেন।
রোববার ইন্ডিয়ানা রাজ্যে তার সমর্থনে আয়োজিত এক র্যালিতে ভাষণ দিচ্ছিলেন তিনি। এসময় মার্কিন-চীন সম্পর্ক নিয়ে বলতে গিয়ে ট্রাম্প রীতিমতো আগ্রাসী হয়ে ওঠেন।
জ্বালাময়ী বক্তব্যে তিনি জানান, প্রেসিডেন্ট হলে তিনি চীনকে ঠিকমতো ‘সাইজ’ (হ্যান্ডল) করবেন। তিনি বলেন, চীন লম্বা সময় ধরে আমেরিকাকে ধর্ষণ চালিয়ে যেতে পারে না। তারা আমাদের সঙ্গে এটা কী করছে?
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যকে চীন হত্যা করছে।
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকার জন্য চীন ধূর্ততার সঙ্গে তার মুদ্রার মানে হেরফের করে বলে অভিযোগ করেন এই রিপাবলিকান।
প্রসঙ্গত, নির্বাচনী বক্তব্যে এর আগে যুক্তরাষ্ট্রের মুসলমানদের নিয়ে একাধিকবার আক্রমণাত্মক ও অসৌজন্যমূলক বক্তব্য দিয়ে চরম বিতর্কের সৃষ্টি করেন ট্রাম্প।
নিউজওয়ান২৪.কম/একে