মাশরাফিদের প্রশংসায় পঞ্চমুখ কোহলি
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

ছবি: সংগৃহীত
ভারত শিরোপাটা জিতে নিলেও বাংলাদেশের লড়াইয়ের প্রশংসায় পঞ্চমুখ শেবাগ, লক্ষণ, কাইফদের মতো কিংবদন্তিতে সাবেক ভারতীয় তারকারা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে টাইগার বোলারদের সামনে যেভাবে ভারতের ব্যাটসম্যানরা হাবুডুবু খেয়েছে সেটিকেই মাশরাফিদের জয়ের সমান মনে করছেন অনেকেই।
হেরেও জিতলো বাংলাদেশ- এমন দৃষ্টিভঙ্গি থেকে বিশ্বজুড়ে ক্রিকেট অঙ্গনে যখন মুশফিক-লিটনদের স্তুতি গাওয়া হচ্ছে তখন ভারত অধিনায়ক স্বয়ং বিরাট কোহলিও চুপ থাকতে পারলেন না। শ্রদ্ধা ও প্রশংসার সবটুকু প্রাপ্তি বুঝিয়ে দিলেন মাশরাফিদের।
শুক্রবার ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক পোস্টের ক্যাপশনে কোহলি লিখেন- ‘গত রাতে দারুণ খেলে কঠিন ম্যাচটা জিতেছে ছেলেরা। এশিয়া কাপে সপ্তম শিরোপা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য বাংলাদেশকেও অভিনন্দন।’
এদিকে একইদিন শেবাগ ও ভিভিএস লক্ষ্মণ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের ক্রিকেটারদের টুপি খোলা শ্রদ্ধা জানিয়েছেন।
নিউজওয়ান২৪/এমএস