NewsOne24

দক্ষিণ সুনামগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

জেলা সংবাদদাতা

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০১:২৬ এএম, ২ মে ২০১৬ সোমবার

প্রতীকি চিত্র

প্রতীকি চিত্র

সুনামগঞ্জ: জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের দামোধরতপি গ্রামে ডোবায় পড়ে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

 

রোববার বিকেল ৫টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

 

নিহতরা হচ্ছে, দামোধরতপি গ্রামের তুজিবুর রহমানের মেয়ে হালিমা বেগম(৮) ও তার ছোট ভাই সাজেদ আলী(৬) এবং পাশের গ্রাম মাহমদপুরের জাহির আলীর ছেলে সাজেদ মিয়া(১১)।

 

দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে, একটি শিশুকে বাঁচাতে অন্য দুটি শিশুও পানিতে ডুবে মারা যায়। 

 

নিউজওয়ান২৪.কম/এনজে