NewsOne24

সোনা মিয়া চেয়ারম্যানের কুলখানি মঙ্গলবার

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ান24.কম

প্রকাশিত : ০১:১১ এএম, ২ মে ২০১৬ সোমবার

ঢাকা: মুন্সিগঞ্জের সিরাজদিখানের বিশিষ্ট সমাজ সেবক চেয়ারম্যান রফিউদ্দিন আহমেদ সরকারের (সোনা মিয়া) কুলখানি মঙ্গলবার (৩ এপ্রিল) সিরাজদিখানের গোয়াখোলায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

গত ২৮ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যা লগ্নে রাজধানীর খিলগাঁওয়ের বাসায় নিজ তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়ন পরিষদের সাবেক এই চেয়ারম্যান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তার মেঝ ছেলে সাংবাদিক সামসুজ্জামান (পনির) জানান, মরহুম সোনা মিয়া ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিশেষ করে সেসময় তিনি নিজের জীবন বাজি রেখে হানাদার পাকি আর রাজাকারদের ছোবল থেকে নিজ এলাকার হিন্দুদের জানমাল রক্ষায় ছিলেন নিবেদিত প্রাণ।

তিনি ১৯৭৩ ও ১৯৮৮ সালে বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

মরহুমের দুই ছেলে জামান সরকার মনির ও মোস্তাক সরকার ফিনল্যান্ডে অবস্থান করায় তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়। শনিবার (৩০ এপ্রিল) তারা দেশে ফেরার পর জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন হয়।

মৃত্যুকালে তিনি ৫ মেয়ে, ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তার ছেলে, মেয়ে, নাতি ও নাতনিরা।

নিউজওয়ান২৪.কম/এসএল