NewsOne24

সুনামগঞ্জে ঝড়ের কবলে পড়ে জেলে নিখোঁজ

জেলা সংবাদদাতা

নিউজওয়ান24.কম

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১ মে ২০১৬ রোববার | আপডেট: ০৪:৩৫ পিএম, ১ মে ২০১৬ রোববার

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

সুনামগঞ্জ: জেলার তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে তৌফিক মিয়া(৩০) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন।

শনিবার দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ তৌফিক উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের বানিয়ারগাঁও গ্রামের আব্দুন নূরের ছেলে।

পুলিশ জানায়, রাতে তৌফিকসহ ৪জন একটি ছোট নৌকায় করে উপজেলার মাটিয়ান হাওরে মাছ ধরতে যায়। রাত ১২টার দিকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা অন্য তিনজন সাঁতরে তীরে উঠলেও তৌফিক নিখোঁজ রয়েছেন।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকাল থেকে স্থানীয় অধিবাসীদের নিয়ে তৌফিকের খোঁজ করে চলেছে পুলিশ।


নিউজওয়ান২৪.কম/আরবি/এসএল