NewsOne24

জেরুজালেম স্বীকৃতি: বড়দিনের উৎসব বাতিল ফিলিস্তিন খ্রিষ্টানদের

নিউজওয়ান ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১২:৪৪ এএম, ২৬ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

ট্রাম্পের জেরুজালেম স্বীকৃতির কারণে এ বছর ফিলিস্তিনের খ্রিস্টান সম্প্রদায় বড়দিন উদযাপনের উৎসব বাতিল করেছে। শুধু ধর্মীয় কিছু আনুষ্ঠানিকতা ও মধ্য রাতের প্রার্থনাতেই সীমাবদ্ধ রাখা হয় ক্রিসমাস উৎসব। 

আল জাজিরার প্রতিবেদক জিয়াফারা বুরাইদি বলেন, মধ্যরাতে যিশুর জন্মতিথি পালনে গতকাল রোববার সন্ধ্যার প্রথম প্রহর থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বেথলেহেম অভিমুখে শত শত ফিলিস্তিনির ঢল ছোটে পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চল থেকে। তীব্র শীত ও বৃষ্টি উপেক্ষা করে বেথলেহেমে যিশুর জন্ম নেয়া গুহা হিসেবে খ্যাত ক্রিসমাস চার্চে ফিলিস্তিনিদের ঢল নামে।

আল জাজিরার ওই প্রতিবেদক আরও বলেন, এবার ক্রিসমাস উৎসবের প্রথম ও একমাত্র বার্তা হলো জেরুজালেম একটি মুসলিম ও খ্রিস্ট আরবি নগরী এবং ফিলিস্তিনের চিরকালীন রাজধানী ঘোষণা করা। বেথলেহেমের সড়ক ও এর অলিগলিতে এ দাবি সম্বলিত ব্যানারও ঝুলতে দেখা যায়। তিনি জানান, ফিলিস্তিনি ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ মার্কিন প্রেসিডেন্টকে এ পরিষ্কার বার্তা দিতে সমবেত হয়েছেন যে জেরুজালেম আরব শহর এবং মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের যৌথ রাজধানী হিসেবে চিরকাল টিকে থাকবে।

সূত্র: খবর আল জাজিরা

নিউজওয়ান২৪.কম