NewsOne24

কন্ডোম ব্যবহারের আগে সাবধান, তিন বিপদের কথা বলছেন চিকিৎসকরা!

নিউজওয়ান ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৭:০০ পিএম, ৭ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

কন্ডোম ব্যবহারের সময়ে সতর্ক থাকুন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক খবর অনুযায়ী, কন্ডোম কিন্তু বিপদের কারণও হতে পারে। টেক্সাসের একদল গবেষক সম্প্রতি কন্ডোমের চার খারাপ দিক সম্পর্কে তুলে ধরেছেন।

তাঁরা বলছেন, বেশিরভাগ কন্ডোম তৈরি হয় ল্যাটেক্স থেকে৷ আর এই ল্যাটেক্স থেকেই হতে পারে বিপত্তি৷ তাঁদের মতে, ল্যাটেক্স থেকে অনেক সময়ে ত্বকে হতে পারে অ্যালার্জি৷ এমনকী, এরকম অসুবিধা নিয়ে অনেকেই যান ডাক্তারের কাছে৷ চিকিৎসকরা জানাচ্ছেন, যাঁদের ল্যাটেক্স নিয়ে সমস্যা রয়েছে, তাঁদের সব ধরনের কন্ডোম ব্যবহার করা উচিত হবে না৷ তাঁরা ব্যবহার করতে পারেন সিন্থেটিকের তৈরি কন্ডোম৷ এর ফলে স্কিন অ্যালার্জি বা ইরিটেশন আর হবে না৷

এ ছাড়া দেখা গিয়েছে, মেল কন্ডোম বহুক্ষেত্রেই মহিলাদের ক্যানসারের আশঙ্কা বাড়িয়ে দেন।

এ ছাড়াও গবেষণায় দেখা গিয়েছে, পুরুষাঙ্গে হারপিস জাতীয় রোগ হতে পারে কন্ডোম থেকে৷ এমনকী, কন্ডোমের জন্য যৌনাঙ্গে ইনফেকশনও হয়ে থাকে।

পাশাপাশি কন্ডোম ব্যবহারের উপকারিতাও কম নয়। গর্ভনিরোধক পদ্ধতিগুলির মধ্যে সবচেয়ে বেশি সফল কন্ডোম। এবার অন্য কথা শোনালেন গবেষকরা।

নিউজওয়ান২৪.কম