NewsOne24

আদালত নয়, বিএনপির কর্মসূচি সরকারের বিরুদ্ধে: রিজভী

নিউজওয়ান ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ১ ডিসেম্বর ২০১৭ শুক্রবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপির দেওয়া কর্মসূচি আদালত নয়, সরকারের বিরুদ্ধে বলে স্পষ্ট করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

শুক্রবার সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি স্পষ্ট করেন।

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বামদলগুলোর হরতাল থাকায় নিরাপত্তাজনিত কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আদালতে হাজির হতে পারেননি। এদিন তাঁর বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর প্রতিবাদে বিকেলে রোববার (০৩ ডিসেম্বর) ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী আহমেদ।

রিজভী আহমেদ বলেন, মামলা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিরোধী দলের নেতাকে বিপর্যস্ত করা সরকারের বৃহত্তর নীল নকশারই অংশ।

জনগণের টাকা হাতিয়ে নিতেই সরকার আরো নতুন তিনটি ব্যাংকের অনুমোদন দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু প্রমুখ।

নিউজওয়ান২৪.কম