আরও দু্ই নবজাতকের মৃত্যু
মায়ের বুকে রইলো কেবল দুজন
রংপুর করেসপন্ডেন্ট
নিউজওয়ান24.কম
প্রকাশিত : ০৭:২৯ পিএম, ২১ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার
রংপুর: রংপুর মেডিকেলে কলেজ (রমেক) হাসপাতালে একই সময়ে জন্ম নেওয়া একই মায়ের পাঁচ নবজাতকের মধ্যে আরও দুজন মারা গেছে। এ নিয়ে পাঁচ ভাইবোনের মধ্যে তিনজনের মৃত্যু হলো।
তবে তাদের মা ও অপর দুই নবজাতক (একটি ছেলে ও একটি মেয়ে) মোটামুটি সুস্থ আছে।
আজ (বৃহস্পতিবার) বিকেল চারটা ৫৫ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই নবজাতকের মৃত্যুর খবর নিশ্চিত করেন তাদের দূর সম্পর্কের ফুপু উম্মে কুলসুম। চট্টগ্রামের একটি বেসকারি হাসপাতালে কর্মরত ডা. কুলসুম এই প্রতিনিধিকে জানান, নবজাতকদের মধ্যে দুটি ছেলে আজ বিকালে একই সময়ে মারা যায়। রমেক হাসপাতাল সূত্রও বিসয়টি নিশ্চিত করেছে।
এর আগে গতকাল (বুধবার) গভীর রাতে পাঁচ নবজাতকের মধ্যে একটি মেয়ে নবজাতক মারা যায়।
এদিকে, আরজিনার অস্ত্রোপচারকারী চিকিৎসক হাসপাতালের সহকারী অধ্যাপক সিরাজুম মুনিরা ডেইজী নিউজওয়ান২৪.কমকে জানান, “বাকি দুই নবজাতকও আশঙ্কামুক্ত নয়।”
গত মঙ্গলবার রাত নয়টার দিকে রমেক হাসপাতালের প্রসূতি বিভাগে অস্ত্রোপচারের মাধ্যমে পর পর পাঁচ সন্তান ভূমিষ্ঠ হয় গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কিশামত শেরপুর গ্রামের সিরিকুল শেখের স্ত্রী আরজিনা বেগমের (৩০)। বিয়ের একযুগ পর একসঙ্গে পাঁচ সন্তানের মা হওয়ায় তাদের সংসারে অনাবিল আনন্দে ভরে উঠেছিল। এখন সেখানে একের পর এক শোকসংবাদ হানা দিচ্ছে।
পারিবারিক সূত্র জানায়, নয়মাস গর্ভের পর মঙ্গলবার রাতে এক সঙ্গে তিন পুত্র ও দুই কন্যা ভূমিষ্ঠ হয় আরজিনার। তবে শিশুদের প্রত্যেকের ওজন স্বাভাবিকের চেয়ে খুব কম ছিল।
নিউজওয়ান২৪.কম/আরকে
