কাতালানদের স্বাধীনতার ঘোষণা স্পেন থেকে
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১০:০৪ এএম, ২৮ অক্টোবর ২০১৭ শনিবার

ফাইল ছবি
স্পেন সরকার কাতালানে সরাসির শাসন জারি করার ঘোষণার পর দেশটি থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে কাতালোনিয়া পার্লামেন্ট।
বিবিসি খবরে বলা হয়, স্বাধীনতার পক্ষে ভোট পড়ে ৭০টি এবং বিপক্ষে পড়ে ১০টি ভোট।
এর আগে স্পেনের প্রধানমন্ত্রী মারিনো রাজয় সিনেটরদের কাতালানে আইন,গনতন্ত্র ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরাসরি শাসনের প্রয়োজনের কথা জানিয়েছিলেন।
স্বাধীনতার দাবিতে বিতর্কিত গণভোটের পর থেকে কাতালানে সংকট শুরু হয়।
কাতালান সরকার বলছে, ওই গণভোটে ৪৩ শতাংশ কাতালোনিয়া অংশ নেয়, যাদের ৯০ শতাংশই স্বাধীনতার পক্ষে ভোট দেয়। কিন্ত স্পেনের সাংবিধানিক আদালত ওই ভোটকে অবৈধ বলে রুল জারি করে।
স্পেনের সিনেট দেশটির সংবিধানের ১৫৫ নং অনুচ্ছেদ সচল করার পক্ষে ভোটের আয়োজন করেছে। এতে বলা হয়, সংকটকালীন সময়ে স্পেনের অখণ্ডতা ধরে রাখতে যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবার সাংবিধানিক বৈধতা রয়েছে ওই অনুচ্ছেদে।
এটি চালু হলে কাতালান অঞ্চলের অর্থনীতি, পুলিশ এবং গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবে মাদ্রিদ।