NewsOne24

তাজমহলের যে দরজা খুলতে সরকারও ভয় পায়!

নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৮:৩২ এএম, ২৭ অক্টোবর ২০১৭ শুক্রবার

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

অনেক দিন ধরেই ভারতে আলোচনার তুঙ্গে রয়েছে ঐতিহ্যবাহী স্থাপত্ত ‘তাজমহল’। আর এই তাজমহলকে ঘিরে নানা কথা, তর্ক-বিতর্ক বার বার যেন বুমেরাং এর ঘুরে ফিরে আসছেই।

তবে এরই মাঝেই আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শোনা যাচ্ছে তাজমহলেই রয়েছে এমন এক দরজা যা খুলতে ভয় পায় সরকারও। তবে তা কতটা সত্য সে নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে।

ভিডিওতে বলা হয়েছে, তাজমহলের নির্মাণ শুরু হয় ১৬৩১ সালে। গবেষকরা এই স্মৃতিসৌধ নিয়ে বছরের পর বছর গবেষণা করেছেন। আর তাদের অনেকের মতে এই তাজমহলের নিচে রয়েছে হাজারেরও বেশি দরজা। তাদের মত অনুযায়ী, তাজমহল যতটা ওপরের দিকে রয়েছে ঠিক ততোটাই রয়েছে মাটির নিচেও।

এর নিচে নাকি এমন এক রাস্তা রয়েছে যার মাধ্যমে বহুদূর পর্যন্ত গিয়ে বাইরে বেরনো যায়। কিন্তু সে সময় দরজা শাহজাহানের সময়েই বন্ধ করে দেওয়া হয় শোনা যায়।

কক্ষগুলোও ইটের গাঁথুনি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল।
 
তবে এই কক্ষগুলো বন্ধ করে দেওয়া নিয়েই বহু প্রশ্নও ঘোরাফেরা করছে।

তাহলে কি সত্যিই দরজার ওপারে রয়েছে কোনও এক বিরাট রহস্য, যা আড়াল করতেই এই উদ্যোগ? নাকি এমন সব তথ্য রয়েছে যা বদলে দিতে পারে সমগ্র ইতিহাস? এই খবর কতটা সত্যি তা জানা না গেলেও, এমন খবর নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বেশ কিছুদিন ধরেই।

সূত্র: কলকাতা২৪.কম