আইএসের ৫৬০০ জঙ্গি নিজ দেশে ফিরেছেন
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

ফাইল ছবি
ইরাক ও সিরিয়ার মাটিতে হেরে গিয়ে কমপক্ষে ৫ হাজার ৬শ আইএসের সমর্থক তাদের নিজ দেশে ফিরে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা দ্য সৌফ্যান সেন্টারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। গত দুই বছরে ৩৩টি দেশ থেকে এসব জঙ্গিরা ইরাক ও সিরিয়া থেকে ফেরেছে বলে সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, তারা বিভিন্ন দেশ থেকে নিজ দেশে চলে গেলেও এতে করে অনেক বেশি আতঙ্কের জায়গা তৈরি হয়েছে। কেননা এসব দেশে থেকেই তারা আবার তাদের জিহাদি কার্যক্রম শুরু করতে পারে। গত সপ্তাহে যুক্তরাজ্যের নিরাপত্তা সেবা সংস্থা এম ১৫ এর প্রধান এনড্রিউ পার্কার বলেছিলেন, এখানে আইএসে যোগ দেওয়া ৮০০ জনের মধ্যে ১৩০ জন নিহত হয়েছে। আর যারা সিরিয়া ও ইরাকে আছে তারা এখানে আসার চিন্তা করবে না। কারণ এতে করে তারা আসামাত্রই গ্রেফতার হয়ে যাবে।
দ্য সৌফ্যান সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের শেষ দিক থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইরাক ও সিরিয়ায় এসে জঙ্গিগোষ্ঠি আইএসের সঙ্গে যোগ দেওয়ার প্রবণতা কমতে থাকে। তখন থেকেই আইএস বিভিন্ন লড়াইয়ে হারতে শুরু করে। আবার বিভিন্ন দেশ আইএসে যোগ দেওয়ার প্রবণতা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ফলেই এই পরিবর্তন শুরু হয়।
বিশ্বের ১১০টি দেশের আনুমানিক ৪০ হাজার সদস্য আইএসে যোগ দিতে সিরিয়া ও ইরাকে আসে। রাকার মতো শহরগুলোর পতনের পর এসব জঙ্গির অন্তত ১৯ হাজারের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এসব জঙ্গির এখন অবস্থা কী, সে সম্পর্কে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, সৌফ্যান সেন্টারের দেওয়া হিসাব অনুযায়ী, ইরাক ও সিরিয়ায় আইএসের অবস্থা কাহিল হওয়ার পর এ যাবৎ ৫ হাজার ৬০০ জঙ্গি দেশে ফিরেছে। এদের মধ্যে রাশিয়ায় ৪০০, সৌদি আরবে ৭৬০, তিউনিসিয়ায় ৮০০ এবং ফ্রান্সে ২৭১ জঙ্গি দেশে ফিরেছে। এ ছাড়া আরও কয়েকটি দেশে কিছু কিছু জঙ্গি ফিরে গেছে।
সূত্রঃ এনবিসি নিউজ,বিবিসি