NewsOne24

আত্মহত্যা বিরোধী বাইকার সানা ইকবাল দুর্ঘটনায় নিহত

বিশ্ব সংবাদ ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১১:৩৩ এএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের হায়দ্রাবাদের খ্যাতিমান নারী বাইকার সানা ইকবাল নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার হায়দ্রাবাদ শহরের বাইরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন ৩০ বছর বয়সী সানা। এসময় সানা ও তার স্বামী গাড়িতে ছিলেন।

এনবিটি জানায়, হাই স্পিডে চলমান তাদের গাড়িটি রোড ডিভাইডারে আঘাত হানে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার স্বামী আব্দুল নাদিম আহত হন।

ভোর ৪টার সময়ে পশ্চিম হায়দ্রাবাদের গোচিবাবলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গাড়িটি চালাচ্ছিলেন আব্দুল নাদিম। তবে ইদানিং স্বামীর থেকে আলাদা হয়ে বসবাস করছিলেন সানা।

ছবিঃ সানা ইকবাল


পেশায় প্রকৌশলী সানা ইকবাল আত্মহত্যাবিরোধী প্রচারণায় সমগ্র ভারতজুড়ে ৩৮ হাজার কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে ভ্রমণ করেন। ২০০৫ সালের নভেম্বরে যখন তিনি এই একক মোটরসাইকেলযাত্রা শুরু করেন- তখন বেশ মানসিক চাপের মুখে ছিলেন। এই চাপ কাটানোর কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না তিনি। তবে বাইকযাত্রা শুরু করার পর বিভিন্ন অঞ্চলের লোকজনের সঙ্গে কথাবার্তায় তার জীবন সম্পর্কিত দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে থাকে। এমন অভিজ্ঞতার সূত্রে তিনি জীবন সম্পর্কে হতাশ হয়ে পড়া ও বিভিন্নভাবে মানসিক চাপে থাকা তরুণদের সমস্যা থেকে উতরাতে পরামর্শ দেওয়া শুরু করেন। আত্মহত্যার মতো জঘন্য অপরাধমূলক কাজ যেন কেউ না করে সে ব্যাপারে তিনি মানুষজনকে অনুপ্রেরণা দেওয়া শুরু করেন। এই কাজে তিনি দেশজুড়ে বিভিন্ন স্কুল-কলেজ পরদর্শন করেন।  

স্থানীয় পুলিশ স্টেশনে দায়িত্বরত সাবইন্সপেক্টর সুধীর কুমার জানান, তদন্তে দেখা গেছে অতি দ্রুতবেগে চালানোর কারণে গাড়িটি সড়কদ্বীপে আঘাত হানে। এতে গাড়ির বাম দিকের অংশ পুরো চুরমার হয়ে যায়। যদিও চালক নাদিম ও আরোহী সানা দুজনেই সিটবেল্ট বাঁধা অবস্থায় ছিলেন। কিন্তু তাদের গাড়িতে এয়ার-ব্যাগ ব্যবস্থা ছিল না।

এ ধরনের দুর্ঘটনায় যাত্রীদের রক্ষার্থে ‘এয়ার ব্যাগ সিস্টেম’ (এবিএস) রাখা হয়। এয়ার-ব্যাগ ব্যবস্থাটি গাড়ি কোথাও আঘাত হানলে বা দুর্ঘটনায় পড়লে স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। এটা অনেকটা বাতাসভর্তি বেলুনের মতো যা যাত্রীদের বিশেষ করে মাথার দিকে বা মুখের সামনের দিকে ফুলে ওঠে কোনো বস্তুর সঙ্গে আঘাত খাওয়া থেকে রক্ষা করে।