NewsOne24

আজ মান বাঁচানোর ম্যাচ টাইগারদের

স্পোর্টস ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৯:৩২ এএম, ২২ অক্টোবর ২০১৭ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

২-০ ব্যবধানে হতাশাজনক ভাবে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ, তিন ম্যাচের ২ ম্যাচে হেরে ইতোমধ্যে ওয়ানডে সিরিজও হেরেছে বাংলাদেশ। তাই শেষ ম্যাচ মান বাঁচানোর ম্যাচ হয়ে দাঁড়িয়েছে।

আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ।

বাংলাদেশ সময় দুপুর ২টায় কেপটাউনের পার্লের বোল্যান্ড পার্কে শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা টিভি ও বাংলাদেশ টেলিভিশন।

টেস্ট ও ওয়ানডে কোথাও প্রতিদ্বন্দ্বিতামূলক ভাবে লড়তে পারছে না টাইগাররা। তারপর আবার ইনজুরিতে নাকাল টাইগার শিবির। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডে খেলতে পারেনি নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল। ২য় ম্যাচে মাঠে নামলেও তৃতীয় ম্যাচে ছিটকে পড়েন বামহাতি এই ওপেনার। শুধু তামিম নয়, ইনজুরির কারণে টাইগারদের প্রধান বোলিং আক্রমণ যার হাতে সেই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও ছিটকে পড়েছেন ওয়ানডে সিরিজ থেকে।

তাই টাইগার শিবির যে হতাশ তা বলার অপেক্ষা রাখে নাই। মানসিক ভাবে ভেঙে পড়া সাকিব-সাব্বিররা ঘুরে দাঁড়াতে মরিয়া। অন্তত সম্মানে বাঁচানোর শেষ ম্যাচে ইতিবাচক কিছু দিয়ে শেষ করুক বাংলাদেশ- এটাই প্রত্যাশা কোটি সমর্থদের।