মিশরে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১৬
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৮:৪২ এএম, ২২ অক্টোবর ২০১৭ রোববার

ফাইল ছবি
মিশরের দক্ষিণাঞ্চলীয় আসুইত প্রদেশের কাছে মরুভূমির ভেতর দিয়ে যাওয়া একটি সড়কে কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন। নিহতদের মধ্যে ৪ শিশু ও ৫ নারী রয়েছেন।
শনিবার এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানায়।
আসুইত নিরাপত্তা অধিদফতরের প্রধান জেনারেল গামাল শোকার বলেন, ‘আসুইত-লোহিত সাগর সড়কে একটি ট্রাক ও একটি প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষের ফলে আরো তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষের কারণে এ দুর্ঘটনা ঘটে।’
আহতদের আসুইত পাবলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওই নিরাপত্তা প্রধান।