NewsOne24

পাকিস্তানে আবার র এজেন্ট গ্রেফতার!

বিলাতি নিউজ

নিউজওয়ান24.কম

প্রকাশিত : ০৪:৪১ পিএম, ১৭ এপ্রিল ২০১৬ রোববার | আপডেট: ০২:২৯ পিএম, ২৩ এপ্রিল ২০১৬ শনিবার

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধের থাট্টা এলাকা থেকে দুই ভারতীয় গুপ্তচরকে গ্রেফতারের দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানি কর্তৃপক্ষ আরও জানায়, গ্রেফতার ওই দুই ব্যক্তি ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর এজেন্ট।

দেশটির সন্ত্রাস দমন বিভাগের (সিটিডি) এসএসপি নাভিদ খাজার বরাত দিয়ে নিউজ ইন্টারন্যাশনাল প্রকাশিত খবরে বলা হয়, গোপন সংবাদ সূত্রে অভিযান চালিয়ে র-এর দুই এজেন্টকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার নবভারত টাইমস জানায়, আটক দুই ব্যক্তির নাম যথাক্রেম সাদ্দাম হুসেন ও বাচাল বলে দাবি করেছে পাকিস্তান।

নাভিদ খাজা আরও দাবি করেন, গ্রেফতার দুই ব্যক্তি জেলের ছদ্মবেশে পাকিস্তানে রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক উইংয়ের (র) হয়ে কাজ করছিল। ভারত সরকার তাদের এই গুপ্তচরদের কোড নাম্বারও দিয়েছে। তাদের কাছ থেকে স্পর্শকাতর ভবন ও স্থাপনার ছবি উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত মাসেও পাকিস্তান কুলভূষণ যাদব নামে অপর এক ভারতীয় গুপ্তচরকে গ্রেফতারের দাবি করে। পাকিস্তানি কর্তৃপক্ষের মতে, ভারতীয় নৌবাহিনী কর্মকর্তা কুলভূষণ একজন গুপ্তচর এবং পাকিস্তানের বেলুচিস্তান ও করাচিতে সন্ত্রাসী কর্মকাণ্ড বিস্তারের কাজে রত ছিলেন। উদ্দেশ্য হাসিলের জন্য তিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন।  

পাকিস্তান সরকার প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে যাদব নিজেকে র এজেন্ট বলে স্বীকার করছেন। তবে ভারত পুরো বিষয়টিকে বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে।

নিউজওয়ান২৪.কম/আরকে