NewsOne24

সন্ত্রাসী হামলায় ১৬ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৮:২৪ এএম, ২১ অক্টোবর ২০১৭ শনিবার | আপডেট: ০৯:১৬ এএম, ২২ অক্টোবর ২০১৭ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

মিশরের পশ্চিমাঞ্চলীয় মরু এলাকা গিজায় সন্দেহভাজন সন্ত্রাসীদের ধরতে অভিযানের সময় অন্তত ১৬ জন পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার রাতে রাজধানী কায়রোতে একাধিক হামলায় অভিযুক্ত হাসম গ্রুপের সদস্যদের খোঁজে একটি অ্যাপার্টমেন্টে অভিযানের সময় পুলিশ সদস্যদের উপর গুলি চালানো হয়।

দেশটির দু’টি নিরাপত্তা সংস্থা জানিয়েছে, পুলিশের কাছে গোপন খবর ছিল মরু এলাকায় সন্ত্রাসীরা লুকিয়ে রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চালালে হামলাকারীরা বিস্ফোরক অস্ত্র-শস্ত্র ব্যবহার করে হামলায় চালায়। এসময় দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছেন। ক্রস ফায়ারে নিহত হয়েছে কয়েকজন সন্ত্রাসীও।

প্রাথমিকভাবে ১৬ জন পুলিশ কর্মকর্তার মৃত্যু নিশ্চিত করলেও এই সংখ্যা ৩০ বা তার বেশি হতে পারে বলে জানাচ্ছে কোনো কোনো সংবাদমাধ্যম।