NewsOne24

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল 

নিউজওয়ান২৪ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০২:১৫ পিএম, ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত


জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদুয়ার শাখার উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল-২০২৫ এর আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ মাগরিব পুরান ঢাকা বংশাল থানার বাংলাদুয়ার জামে মসজিদের উদ্যোগে এ তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।

তাফসিরুল কুরআন মাহফিল হাফেজ মোঃ ওয়াসিম উদ্দিন সজিব (জমঈয়ত শুব্বানে আহলে হাদীস ঢাকা মহানগর দক্ষিণের শুব্বান বিষয়ক সেক্রেটারি) এর সভাপতিত্বে আলহাজ্ব আওলাদ হোসেন (সহ-সভাপতি বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও মোতাওয়াল্লী বংশাল কেন্দ্রীয় জামে মসজিদ), মো. ইসহাক সরকার (উপদেষ্টা বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস), মো. মামুন আহম্মেদ (সাবেক কাউন্সিলর ৩৪ নং ওয়ার্ড) ও আলহাজ্ব মুহাম্মদ ইউসুফ (মোতাওয়াল্লী বাংলাদুয়ার জামে মসজিদ) বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থাকবেন।

তাফসিরুল কুরআন মাহফিল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ খান মাদানী (প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জামি’আ মানারুত তাওহীদ, উত্তরা, ঢাকা।, শাইখ ড. হারুনুর রশিদ মাদানী (পিএইচডি, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব), ব্রাদার রাহুল হোসাইন (রুহুল আমিন) বিশিষ্ট ইসলামীক দাঈ, মুর্শিদাবাদ, ভারত) এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করবেন দেশবরেণ্য শিক্ষাবীদ ও বিশিষ্ঠ ওলামায়ে কেরামবৃন্দ।

তাফসিরুল কুরআন মাহফিল আমন্ত্রিত অতিথি হিসিবে উপস্থিত থাকবেন- জনাব আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর (সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ জমঈয়তে আহলে হাদীস), মোঃ আকমল হোসাইন (সহ-সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ জমঈয়তে আহলে হাদীস), শাইখ হোসাইন বিন সোহরাব আল মাদানী (প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল মাদানী মসজিদ অত তাহির), শহীদ মাহামুদ শহীদুল্লাহ (কোষাধক্ষ্য মাদ্রাসাতুল হাদীস), হাজী হাবিবুর রহমান খেলন (সহ-সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ জমঈয়তে আহলে হাদীস), হাজী মোঃ নূরুল ইসলাম (সেক্রেটারি, বংশাল মালিবাগ পেয়ালাওয়ালা জামে মসজিদ), মোঃ আরিফ (সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ বংশাল এলাকা জমঈয়তে আহলে হাদীস), শাইখ আল-আমিন মাদানী (সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ, জমঈয়ত করানে আহলে হাদীস) ও হাফেজ ফেরদৌস ওয়াহিদ জিতু (সেক্রেটারি, বাংলাদুয়ার শুব্বান শাখা)।

তাফসীরুল কুরআন মাহফিলের সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছে, দারুল কুরআন ফাউন্ডেশন বাংলাদুয়ার।

নিউজওয়ান২৪.কম/আরএডব্লিউ