NewsOne24

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

স্পোর্টস ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০২:৩৪ এএম, ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

বাংলাদেশ ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটার মুশফিকুর রহিমের শততম টেস্টকে ঘিরে পুরো দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে যে উচ্ছ্বাস, তার রেশ এবার ছড়াল ফুটবল অঙ্গনেও। সদ্য ভারতের বিপক্ষে জয়ের অন্যতম নায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী একটি ভিডিও বার্তায় মুশফিকের প্রতি জানালেন বিশেষ শুভেচ্ছা ও শুভকামনা।

ভিডিও বার্তায় হামজা বলেন, তিনি মুশফিককে দেশের অন্যতম কিংবদন্তি হিসেবে দেখেন এবং এমন একজন তারকা ক্রীড়াবিদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করেন। মুশফিকের শততম টেস্ট উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানিয়ে হামজা আশা প্রকাশ করেন, এই বিশেষ ম্যাচটির স্মৃতি বাংলাদেশের ক্রিকেটে নতুন অধ্যায় রচনা করবে। তিনি বলেন,

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
মুশফিককে নিয়ে বিসিবির আয়োজন দেখে বিভ্রান্তিতে মুমিনুল
আসসালামু আলাইকুম মুশফিক ভাই, আমাদের দেশের বড় একজন কিংবদন্তী আপনি। আপনাকে নিয়ে গর্ববোধ করি। আপনার ১০০ তম টেস্টের জন্য অভিনন্দন। ইনশাআল্লাহ আগামীকাল সেরাটা হবে।

বাংলাদেশ ক্রিকেটে মুশফিকের দুই দশকের দীর্ঘ পথচলার মূল্যায়ন কেবল ক্রিকেটপ্রেমীরাই নয়—ফুটবল অঙ্গনেও সমানভাবে হচ্ছে, তার প্রমাণই যেন এই শুভেচ্ছা বার্তা। দেশের দুই বড় খেলাধুলা—ক্রিকেট ও ফুটবলের প্রতিনিধিদের এমন পারস্পরিক শ্রদ্ধা ও অভিনন্দন ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে। আগামীকাল তাই হামজার মতো সবারই প্রার্থনা মুশফিকের সেঞ্চুরি দেখা।