রামপুরায় বাসে আগুন
নিউজওয়ান২৪ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০২:১৯ এএম, ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
রাজধানীর রামপুরা টিভি সেন্টারের সামনে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, রাত ১০টার দিকে বাসে আগুনের সংবাদ পাই। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। এটি নাশকতা না অন্য কিছু সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
