উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
নিউজওয়ান২৪ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০১:৫৪ এএম, ১৭ নভেম্বর ২০২৫ সোমবার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
উপদেষ্টা রিজওয়ানা হাসান নিজে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা ককটেল দুটি বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড়েও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে কেউ আহত হননি।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার সংক্রান্ত রায় ঘোষণা করা হবে। এর আগে গত সপ্তাহে লকডাউন কর্মসূচি দেয় কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ। ওই কর্মসূচির সময় ১০ নভেম্বর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধরনের নাশকতার ঘটনা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
