NewsOne24

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: দুই ছাত্রীসহ আহত ৩

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০১:৫৯ এএম, ১৩ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পরপর ২টি ককটেল বিস্ফোরণের ঘটনায় রোকেয়া হলের ২ জন আবাসিক ছাত্রীসহ ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে জুলাই প্রামাণ্যচিত্র প্রদর্শন চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন রোকেয়া হল সংসদের জিএস সিনথিয়া মেহরিন সকাল।


ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, 'এক শিক্ষার্থীর পিঠে আঘাত লেগেছে, বিকট শব্দে আরেকজনের কানে সমস্যা দেখা দিয়েছে। তাদের দ্রুত উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।'

সে সময় ওই সড়ক দিয়ে যাওয়ার পথে ককটেলের আঘাতে আহত হন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম চাকলাদার।

তিনি বলেন, 'অফিস থেকে ফেরার পথে টিএসসি সংলগ্ন এলাকায় একটি ককটেল আমার গায়ে লাগে। পিঠে আঘাত পেয়েছি।'

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ককটেল জাতীয় বিস্ফোরক হতে পারে। উদ্ধার করা আলামত পরীক্ষার পর বিশেষজ্ঞরা ব্যবহৃত রাসায়নিক উপাদান নিশ্চিত করবেন।'

তিনি আরও বলেন, 'আলামত দেখে মনে হচ্ছে অল্প গানপাউডার বা এ ধরনের কোনো উপাদান দিয়ে তৈরি ককটেল ছিল।'