স্বামী বিএনপির মনোনয়ন না পাওয়ায় কাঁদলেন স্ত্রী
জেলা সংবাদদাতা
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০১:০৫ এএম, ৪ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
		
	আজ সোমবার ঘোষিত বিএনপির মনোনয়নে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণের নাম না থাকায় মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন হিরনের সমর্থকরা।
সোমবার (৩ নভেম্বর) রাত ৮টার পর থেকে গৌরীপুর পৌর শহরে হাজার হাজার সমর্থকরা বিক্ষোভ মিছিল করে মনোনয়ন পরিবর্তনের দাবি জানায়। এসময় বিএনপি নেতা হিরণের সহধর্মিনী সায়েদা মাশরুর হাজারো সমর্থকদের মাঝে উপস্থিত থেকে স্বামীর মনোনয়ন না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন। এসময় তিনি বলেন, আমার স্বামীর মতো নির্যাতিত নেতা নাই।
আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা আমার বাড়িঘর পুড়িয়ে দেয়। আমার স্বামীর বিরুদ্ধে প্রায় শতাধিক মামলা রয়েছে। এখনো আমার এক ভাই জেলে আছে। এ রকম অবস্থার মধ্যে কেন আমার স্বামীকে মনোনয়ন দেওয়া হলো না তা আমি ভেবে পাই না।
কান্নাজড়িত কণ্ঠে এ ধরনের কথা বলে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান। তার কান্নার সঙ্গে অনেক সমর্থকদের কান্না করতে দেখা গেছে।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়ন পরিবর্তন না হলে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা হবে।
জানা যায়, আহমেদ তায়েবুর রহমান হিরণ সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক।
এ আসনে মনোনয়ন দেওয়া হয় জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনকে।
