NewsOne24

বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় খালেদা জিয়াসহ ১০ নারী

নিউজওয়ান২৪ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০১:০২ এএম, ৪ নভেম্বর ২০২৫ মঙ্গলবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের সম্ভাব্য তালিকা ঘোষণা করছে বিএনপি। ৬৩ তালিকায় কোনো প্রার্থীর নাম করা হয়নি দলটির পক্ষ থেকে। এই ২৩৭ আসনের মধ্যে নারী প্রার্থী আছেন দলটির শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া লড়বেন তিনটি আসনে।

তার আসনগুলো হলো দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১। 

বেগম খালেদা জিয়া ছাড়াও এই তালিকায় আরো আছেন অনেকে। তারা হলেন  নাটোর-১ আসনে ফারজানা শারমিন, যশোর-২ আসনে মোছা. সাবিরা সুলতানা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর-২ আসনে শামা ওয়াবেদ ইসলাম, সিলেট-২ আসনে মোছা. তাহসিনা রুশদীর এবং ফরিদপুর-৩ নায়াব ইউসুফ আহমেদ।

সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যদিও এই প্রার্থীরা চূড়ান্ত নন, তবে অ্যাপ্রোপ্রিয়েট। প্রয়োজনে যেকোনো সময় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।