মা-ছেলের লাশ বিছানায়, সিলিং ফ্যানে ঝুলছিলেন বাবা
জেলা সংবাদদাতা
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০১:৫৬ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

হাবিবুল্লাহ শিপলু, মোহিনী আক্তার মীম ও আফরান
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৫) ও ছেলে আফরান (৪)। শিপলু কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, নিহতরা বউবাজারে পলাশ মিয়ার সাততলা ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন।
সদর থানার ওসি নাসির আহমেদ জানান, বাসার দরজা ভেতর থেকে লক করা ছিল। স্থানীয় বাসিন্দা, মৃত হাবিবুল্লাহ শিপলুর আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। শিপলুকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। অন্য একটি কক্ষে তার স্ত্রী মোহিনী আক্তার মীম এবং ছেলে আফরানকে বিছানায় অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদের দুজনের মুখের ওপর বালিশ চাপা দেওয়া ছিল।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিপলু নিজ স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। পরে নিজে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, শিপলু ‘রমজান সমিতির’ ম্যানেজার ছিলেন। সমিতিটি করোনার সময়ে বন্ধ হয়ে যায়। সমিতির মালিক গ্রাহকের জমা রাখা টাকার বড় অঙ্ক আত্মসাৎ করে পালিয়ে যান। এ ঘটনার পর গ্রাহকরা সমিতির মালিক এবং শিপলুর বিরুদ্ধে মামলা করেন। এতে শিপলু প্রচণ্ড মানসিক চাপে ছিলেন এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে- ওই হতাশা থেকেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন।