NewsOne24

বিস্ফোরণ ঘটিয়ে বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০১:৩৫ এএম, ২৮ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার

ভারতের সীমান্তে প্রবল বর্ষণের ফলে পাকিস্তানের পূর্বদিকে তিনটি আন্তঃসীমান্ত নদী অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে। এ কারণে পানির তীব্র চাপ বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানের কর্তৃপক্ষ একটি বাঁধের পাশের তীররক্ষা বাঁধ বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফ্রান্স২৪।

বুধবার (২৭ আগস্ট) ওই তীররক্ষা বাঁধ উড়িয়ে দেওয়ায় বন্যার পানিতে বিশ্বের অন্যতম পবিত্র শিখ ধর্মীয় স্থান কর্তারপুর সাহিব তলিয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পূর্বাঞ্চলের আন্তঃসীমান্ত তিন নদী চেনাব, রাভি ও সুতলেজ নদীতে অস্বাভাবিকভাবে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। যে কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশজুড়ে বন্যার উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক ২৫৫ মিলিয়ন মানুষের বসবাস রয়েছে পাঞ্জাব প্রদেশে। বন্যায় ভয়াবহ পরিস্থিতির আশঙ্কায় চেনাব, রাভি ও সুতলেজ নদীর তীরবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষ ও গবাদিপশু সরিয়ে নেওয়ার কাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।