ধেয়ে আসছে বছরের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কাজিকি’
আন্তর্জাতিক ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১২:৪২ এএম, ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার

সোমবার বিকাল থেকেই এর প্রভাব দেখা যাচ্ছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘণ্টায় ১১৮ থেকে ১৩৩ কিলোমিটার বেগে বইতে থাকা প্রবল বাতাসে দেশটির উপকূলীয় অঞ্চলগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসের গতি এখনো বিপজ্জনক পর্যায়েই রয়েছে। ‘কাজিকি’ গত বছরের ভয়াবহ টাইফুন ইয়াগির মতোই শক্তিশালী হতে পারে।
আরও বলা হয়েছে, ‘ইয়াগি’ ছিল গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ঝড়, যাতে প্রায় ৩০০ জন প্রাণ হারিয়েছিল।
ঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে হা তিঙ্ঘ উপকূলীয় প্রদেশ থেকে প্রায় ৬ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি থান হোয়া, কোয়াং ত্রি, হুয়ে ও দা নাংসহ মধ্যাঞ্চলের আরও কয়েকটি প্রদেশে ব্যাপক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।