রাশিয়ার হুমকিতে পিছু হটলো ন্যাটো
বিশ্ব সংবাদ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৯:২৯ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। সংগৃহীত ছবি
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ইউক্রেনে যুদ্ধ করতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ইউরোপীয় সেনা পাঠানোর দরজা খোলা রাখার বিষয়ে বলেছিলেন। জবাবে রাশিয়া বিন্দুমাত্র বিলম্ব না করে হুমকির স্বরে জানিয়ে দেয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই সামরিক জোটের কোনো ইউরোপীয় সদস্য ইউক্রেনে সেনা পাঠালে জোটটির সঙ্গে সরাসরি যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে।
রাশিয়ার এমন কড়া প্রতিক্রিয়ার পর ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে অবস্থান পরিষ্কার করেছে ন্যাটো।
সোমবার ইউরোপীয় নেতাদের এক বৈঠকে মাক্রোঁ বলেন, রাশিয়াকে দমনে কৌশল খুঁজছে পশ্চিমারা। এ জন্য কোনো সম্ভাবনা বাদ দেওয়া উচিত নয়। রাশিয়া যাতে জিততে না পারে সে জন্য যা করা দরকার আমরা তাই করব।
তিনি বলেন, (ইউক্রেনে) সেনা পাঠানোর বিষয়ে আজ কোনো ঐকমত্য হয়নি। তবে কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না।
মাক্রোঁর এ বক্তব্যের বিষয়ে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গের দৃষ্টি আকর্ষণ করা হলে মঙ্গলবার তিনি বলেন, ইউক্রেনের মাটিতে ন্যাটোর সেনা পাঠানোর পরিকল্পনা নেই।